নীল বণিক :
পাশ ফেল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ একুশটি রাজ্যের সঙ্গে কথা বলেই পাশ ফেল প্রথা চালু করা নিয়ে নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। তার জন্য কেন্দ্রীয় সরকার আগামী অধিবেশনেই সংসদে বিল পাশ করবে বলে জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর। আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা চালু করা হবে। নতুন নিয়ম অনুযায়ী মার্চ মাসেই এই দুই শ্রেণীতে পরীক্ষা হবে বলে জানান তিনি। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না সেই সব ছাত্র ছাত্রী ফের পরীক্ষা দিতে পারবে। তাদের ফের মে মাসে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় সফল না হলে তাদেরকে অকৃতকার্য বলেই ধরে নেওয়া হবে। শিক্ষা নিয়ে রাজ্য সরকার অযথাই রাজনীতি করে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর। রাজ্যের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে আশা করি রাজ্য সরকার তাদের মনোভাব বদলাবেন। তার সঙ্গে তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন :-
বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’, নীল আর্মস্ট্রংয়ের ‘চাঁদের ব্যাগ’
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news