এক একদিন
পার্থসারথি পাণ্ডা
এক একদিন সন্ধে থেমে
রাত নামে না আর
এক একদিন মন খারাপের
ভরাটি দরবার
এক একদিন দিন চলে যায়
গোধূল একা জাগে
লাটাই হাতে মন গুটোতে
অনেক সময় লাগে
এক একদিন সব জানালা
সব দরজা বন্ধ
ঘরে ফেরার চেনা গলি
সেও হয়ে যায় অন্ধ
এক একদিন তুমি এবং
আমার মতো কেউ
হাতের ভেতর হাত স্বগত
কান্না চাপে সেও
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন