নীল বণিক
আজ সকালে মোর্চার মিছিলকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠল পাহাড়। ধুন্ধুমার বাধল শিলিগুড়ির সুকনা এলাকায়। এদিন সকালে সুকনা থেকে মোর্চার মিছিল বের হয়। সুকনা থেকে শহরের দিকে আসবার চেষ্টা করলে পুলিশ সুকনায় আটকে দেয় মোর্চার মিছিল। খেপে ওঠেন মোর্চা সমর্থকরা। এরপরই মোর্চা সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্স। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
মুকুল কেন? আগে আলোচনার অ্যাজেন্ডা ঠিক করুন মমতা, দাবি মোর্চার