ওয়েব ডেস্ক
বেশ কিছুদিন ধরে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে আয়েষা টাকিয়াকে। এমনই অভিযোগ আনলেন অভিনেত্রী। তবে শুধু আয়েষাই নন, তাঁর স্বামী ফারহান আজমি এবং শ্বশুর সমাজবাদী পার্টি নেতা আবু আজমিকেও ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁদের পরিবার সুত্রের দাবি। ফারহান প্রায় একরকম নিশ্চিত হয়ে জানান, এই হুমকি হিন্দু সেনা নামের এক সংগঠনের কর্তা। বোমা মেরে উড়িয়ে দেওয়া দেওয়ার কথা বলা হচ্ছে তাঁদের। এছাড়াও ফোনে বলা হয়, “আপনারা এক একটা পশু। হিন্দু মেয়েকে বিয়ে করে আপনি লাভ জিহাদদের প্রশয় দিচ্ছেন। ”
২০০৯ সালে আয়েষা এবং ফারহান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি ছেলেও রয়েছে নাম, মিখাইল।
মুম্বই পুলিশেরর কাছে অভিযোগ জানিয়েছেন নায়িকার পরিবার। মোবাইল ফোনের নাম্বার, সোশ্যাল মিডিয়া ঘেঁটে তদন্ত শুরু করেছেন মুম্বইয়ের কোলাবা থানার পুলিশ।
অন্যদিকে বেশ কিছু বছর ধরে লাইম লাইটের বাইরেই রয়েছেন আয়েষা। সম্প্রতি তাঁর ঠোঁট সার্জারি সমালোচিত হন। তারও আগে ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে নিন্দকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন আয়েষা। আমিত মিশ্র-র একটি সিঙ্গলসে শেষ দেখা গেছিল তাঁকে। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছেন আয়েষা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন