ওয়েব ডেস্ক :
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘চাঁদের পাহাড়’ লিখেছিলেন আফ্রিকা না গিয়ে কিন্তু নীল আর্মস্ট্রং ‘চাঁদের ব্যাগ’ এনেছিলেন চাঁদে গিয়েই।
একটা ছোট্ট সাদা ব্যাগ। বাইরে থেকে দেখে মনে হবে অতি সাধারণ। কিন্তু তাঁর মধ্যেই রয়েছে চাঁদের পাথর। ভাবছেন রসিকতা! না, একেবারেই নয়।
চাঁদে প্রথম পা-রাখা মহাকাশচারী নীল আর্মস্ট্রং।
আমরা সকলেই জানি। সেখান থেকে ফেরার সময় ব্যাগে করে নিয়েছেন চাঁদের পাথর। সম্প্রতি এক আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নিউ ইয়র্কে নিলামে উঠেছিল ওই ব্যাগ। দাম ধার্য হয়েছিল ১১.৬ কোটি টাকায় বিক্রি।
১৯৬৯ সালে অ্যাপোলো-১১ সফল অভিযানই নীল আর্মস্ট্রং-কে চাঁদের মাটিতে পৌঁছে দিয়েছিল। সেই অ্যাপোলো-১১ অভিযানের ৪৮ বছর পূর্তির দিনই ব্যাগটিকে নিলামে তোলার দিন হিসেবে ধার্য করা হয়েছিল। তবে এই মূহুর্তে ব্যাগের নতুন মালিক কে, সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি।
অন্যান্য পুরনো জিনিসপত্রের সঙ্গে মিশে থাকায় ২০১৫ সালে ‘লুনার স্যাম্পেল রিটার্ন’ লেখা এই ব্যাগটিকে ভুলবশত নিলামে তুলেছিল নাসা। এরপর এক আমেরিকান সেটি ৯৯৫ ডলারের বিনিময়ে ব্যাগটি কিনে নেন। পরে ভুল বুঝতে পেরে সেই ব্যাগ আবার ফিরিয়ে আনে নাসা। কিন্তু প্রথমে ব্যাগটি দিতে নারাজ ছিলেন ওই ব্যক্তি, পরে আদালতের দ্বারস্থ হয়ে সেই ব্যাগ ফিরিয়ে আনে নাসা। এরপরই বাগটিকে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ব্যাগটি বিক্রি হয়েছে, ডলারে যার দাম ১.৮ মিলিয়ন।
আরও পড়ুন :-
উত্তীর্ণ না হলে দু মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে পড়ুয়ারা
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন