চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স
বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি তে পা রাখছেন তিনিই, যাহা বলিব সত্য বলিব সিরিজের মাধ্যমে। আর বছর শুরুতেই বেরিয়ে পড়েছেন বেনারস ভ্রমণে মিমি চক্রবর্তী।
কিছুদিন আগেই হইচই এর প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিনেত্রী প্রথম সিরিজ, যেখানে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি সাংসদও তিনি। সামনেই লোকসভা ভোট। তারকার রাজনীতিক দিকে বিশেষ নজর থাকবে, সেটাই স্বাভাবিক। মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তার অন্যথা হল না।
বর্তমানে ভ্রমণে মোজে আছেন তিনি, সেখানকার অলি-গলিতে ঘুরছেন। ভোরের অন্ধকারে ও যেন বিরাম নেই অভিনেত্রীর। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন মিমি। কখনও অভিনেত্রীকে দেখা গেল বেনারসের ঘাটে মন দিয়ে গঙ্গারতি দেখতে। আবার কখনও বা ঘাটের শিবমন্দিরে ঢুঁ মারতে। ক্যাপশনে লেখা- “শিবই সত্য”।
মিমি চক্রবর্তী এমনিতেই ঈশ্বর বিশ্বাসী। মাঝেমধ্যেই অভিনেত্রীকে পুজোআর্চা করতে দেখা যায়। এইবারও তার অন্যথা হলো না, শিব ভক্তিতে মোজে রয়েছেন অভিনেত্রী।