ওয়েব ডেস্ক :
যৌন তৃপ্তি পেতে কী কী করতে পারে একজন মানুষ। কতটা নিম্নরুচির হতে পারেন! তারই প্রমাণ দিলেন বছর পঁয়ত্রিশের একজন। ঘটনাটি ঘটেছে বিদেশে। যে-কাণ্ড ওই ব্যক্তি ঘটিয়েছেন তা শুনলে যে কারওরই চোখ কপালে উঠবে। শেষমেশ হাসপাতালে ভরতি করতে হল তাঁকে।
কি করেছেন তিনি?
যৌন তৃপ্তি পেতে নিজের পুরুষাঙ্গ দিয়ে সুচ ভরতেন ওই ব্যক্তি। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা নিয়মিত ঘটানোর ফলে তাঁর পুরুষাঙ্গ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। যারপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হলে ডাক্তাদেরও চক্ষুচড়ক গাছ! অপারেশনের পর ওই ব্যক্তির পুরুষাঙ্গ থেকে ১৫টি সুচ বার করলেন ডাক্তার সাও জিজিয়াঙ্গ।
সাও জিজিয়াঙ্গ জানান, “ওই ব্যক্তির কাছে এটা ছিল নেশার মতো। আর সেই কারণেই যৌনসুখ পেতে তিনি ১৫টি সুচ ভরে ফেলেন নিজের পুরুষাঙ্গে। যার ফলে তিনি হেম্যাটুরিয়া রোগে ভুগতে শুরু করেন এবং প্রস্রাবের সঙ্গে শুরু হয় রক্তপাত।”
অন্য সূত্র মারফত জানা গেছে, প্রায় বছরখানেক ধরে ওই ব্যক্তি তাঁর পুরুষাঙ্গে সুচ ভরতেন। একমাত্র যন্ত্রণা অনুভব করার পরই তিনি ডাক্তারের শরণাপণ্ণ হন। সেই সুচ অপারেশন করে ডাক্তারদের বার করতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক।
তবে ঘটনা যাই হোক না কেন, এই বিকৃত রুচি আপাতত ভাবাচ্ছে ডাক্তার থেকে সাধারণ মানুষকে।
খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন