Breaking News
Home / TRENDING / একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন এক সিঙ্গল মাদার

একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন এক সিঙ্গল মাদার

মধুমন্তী  :

ডাক্তারি পরিভাষায় বলে মাল্টিফোয়েটাল প্রেগনেন্সি। যমজ বা একাধিক সন্তান ধারণ করলে সেই অবস্থাকে এমন নামেই ডাকা হয়। এই সমস্যাতেই ভুগছিলেন মধ্যপ্রদেশের কোঠি গ্রামের সিঙ্গল মাদার, নাম অঞ্জু কুসওয়াহা।

১২ সপ্তাহের মাঝামাঝি হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় অঞ্জুর। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হলে একবারে ন’টি সন্তানের জন্ম দেন তিনি। যদিও সবক’টি সন্তানেরই মৃত্যু হয় তৎক্ষণাৎ। তারপর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতেই জন্ম হয় তাঁর দশম সন্তানের। তাকেও মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।

এ বিষয়ে এক অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমিত্রা যাদব জানান, “খুই সম্ভবত আইভিএফ-এর পর রোজ ওই মহিলার চেক-আপ করা হত না। তার জেরেই এই সমস্যা।”

অঞ্জুর যে-ধরনের সমস্যা ছিল তার জন্য তাঁর আরও বেশি খেয়াল রাখা দরকার ছিল। এর কারণ মায়ের শরীরের ভিতর একাধিক গর্ভাশয় তৈরি হওয়া।

একটি সন্তানের জন্ম দেওয়া খুবই সুন্দর ঘটনা। এর থেকে আনন্দের মুহূর্ত আর হয় না। তবে প্রেগনেন্সি থাকাকালীন একজন মহিলার যথেষ্ট যত্নের প্রয়োজন। অন্যদিকে প্রত্যন্ত গ্রামে বাস করায় অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে অঞ্জুকে। যার জেরে হাসপাতালে ভরতি করতে দেরি হয় এবং হাসপাতালের গাফিলতির জন্য চিকিৎসা শুরু হতেও অনেক দেরি হয়ে যায়।

তাই হয়তো এমন ঘটনা বার বার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় হাসপাতালের গাফিলতি। আরও দায়িত্ববান হওয়া উচিত প্রতিটি হাসপাতালকে।

খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

আরও পড়ুন 

যৌন তৃপ্তি পেতে নিজের পুরুষাঙ্গেই ১৫টি সুচ ভরলেন

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *