Breaking News
Home / TRENDING / বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ পৌঁছয়নি, যেখানে যেটুকু গেছে সেখানে দলবাজির অভিযোগ

বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ পৌঁছয়নি, যেখানে যেটুকু গেছে সেখানে দলবাজির অভিযোগ

নীল বণিক :

বন্যা পরিস্থিতি যত খারাপ হচ্ছে ততই ত্রাণ নিয়ে দলবাজির কথা উঠছে। বহু জায়গায় ত্রাণ পৌঁছয়নি বলেও খবর। বন্যা কবলিত মানুষের বিক্ষোভ বাড়ছে। সকাল থেকেই হাওড়া জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে, উদয়নারায়ণপুর ও আমতা ভীষণভাবে বন্যা কবলিত। আমতা দুই নং ব্লকে নতুন করে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমতা এক ও দুই নং ব্লকে তিন হাজারের ওপর মানুষ ঘরছাড়া। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ পৌঁছতেই আমতার দু’টি ব্লক মিলে ৫০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরগুলি থেকেই খাবার, পলিথিন-সহ প্রযোজনীয় ওষুধ মিলছে। তবে বন্যা কবলিত মানুষেরা ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন। যদিও সব অভিযোগ খারিজ করে দিয়েছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার ত্রাণ পৌঁছে দিতে সবরকম চেষ্টা করছে। তবে ত্রাণ শিবিরে ওষুধের ঘাটতি রয়েছে বলে স্বীকার করে  নিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই দু’টি জায়গা থেকেই জেলা প্রশাসনের তরফ থেকে ৬০০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খোলা হয়েছে ৪০টি ত্রাণ শিবির। অনেকেই জানাচ্ছেন, দুর্গত মানুষরা ত্রাণ শিবিরে এসে কোনওরকম সাহায্য পাচ্ছেন না। যদিও জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা জানিয়েছেন, রাস্তাঘাট জলের তলায় ডুবে থাকার জন্য,  ত্রাণ পৌঁছাতে অসুবিধা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার রায়না দু’ নং ব্লকের জামালপুরে সকালে বাঁধ ভেঙে জল ঢুকেছে সর্বত্র। পুরো গ্রামটাই চলে গেছে জলের তলায়। জেলা প্রশাসনের তরফ থেকে ২০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ না পেয়ে সাধারণ মানুষ জামালপুরে বিক্ষোভ দেখিয়েছেন। হুগলির পড়শুরাতে ভাঙল দামোদরের বাঁধ। ঘরছাড়া ৫০০ বাসিন্দা। বন্যার জন্য এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী এক লক্ষ ৫২ হাজার ৫২৭ হেক্টর জমি জলের তলায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। অন্যদিকে শুক্রবার জল ছাড়বার পরিমাণ কিছুটা কমিয়েছে দুর্গাপুর ব্যারেজ। সকালেই এই ব্যারেজ এক লক্ষ ৮২ হাজার ২৫০ কিউসেক জল ছেড়েছে।

খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *