প্রিয়াঙ্কা সাহা :
তুলসীর স্বামী মিহিরকে মনে পড়ে! বুঝতে পারলেন না! ‘কিঁউ কি শাস ভি বহু থি’র তুলসী। হ্যান্ডসাম চেহারা। মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়েছিলেন। অনেকে তো তুলসীকে রীতিমতো হিংসে করতেন। তুলসী-মিহিরের সম্পর্ক যে ছোট পরদার, তা ভুলে যেতেন দর্শকেরা! ‘কিঁউ কি’ সিরিয়াল ব্যাপক জনপ্রিয় হয়েছিল তার অনেকটার ভাগীদার ছিলেন মিহির। মিহির হলেন ইন্দর কুমার।
বলিউডের হার্টথ্রব ইন্দর কুমার প্রয়াত হলেন । হৃদরোগে আক্রান্ত হন বৃহস্পতিবার গভীর রাতে। প্রায় দু’টো নাগাদ আন্ধেরিতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৩ বছর বয়সে চলে গেলেন ইন্দর কুমার। প্রায় ২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তুমকো না ভুল পায়েঙ্গে, ওয়ান্টেড থেকে কাহি প্যার না হো জায়ে এমনই বেশ কিছু হিট ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তী ছবির শ্য়ুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। একের-পর-এক সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । ছোট পরদায় বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজও করেছিলেন তিনি। ইয়ারি রোড শ্মশানে আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সূত্রের খবর। তাঁর মৃত্যু ঘিরে শোকের ছায়া বলিউডে।
খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন