চ্যানেল হিন্দুস্থানঃ নদীর পার্শ্ববর্তী এলাকা মানেই ভাঙনের সম্ভবনা প্রবল । ভাঙন জনজয়ীবন কে একপ্রকার অতিষ্ঠ করে তোলে। সেই সমস্যার স্থায়ী সমাধানের খোঁজ করেন গঙ্গাপাড়ে বাসিন্দারা। এবিষয়ে তৎপর থাকে রাজ্য সরকারও। মালদহ, মুর্শিদাবাদের নদীপাড়গুলি ভাঙন কবলিত। সামান্য জোয়ার-ভাঁটাতেই বাঁধ ভেঙে প্লাবন সৃষ্টি হয় । এই সমস্যার সমাধানে এবার ১০০ কোটি টাকা বরাদ্ধ করল রাজ্য সরকার। শুক্রবার সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন এই বরাদ্ধ টাকার অর্ধেক টাকা দেবে সেচদপ্তর। কয়েক বছরের মধ্যে এই টাকা দিয়ে নদীপাড়ের ভাঙন মেরামতের পাশাপাশি ঘরহারাদের নতুন করে ঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠকেই নদী ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উন্নত প্রযুক্তির সাহায্যে সমস্যার সমাধানের কথাও বলেন তিনি। পাশাপাশি ম্যানগ্রোভের কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, দুই জেলার সীমানা লাগোয়া সামশেরগঞ্জের ভাঙন বিধ্বস্ত এলাকা দেখতে যাবেন তিনি। আর সেইমতো শুক্রবার সকাল সকালই বেরিয়ে পড়েন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। গঙ্গার পাড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী পরিস্থিতি দেখে নানা খুঁটিনাটি জেনে নেন প্রশাসনের কর্তাদের কাছে। এরপর জমির পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে ভাঙন নিয়ে কোথা বলতে গিয়ে তিনি বলেন, আই বিপর্যয়ের জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কাছে বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি বলে অনেক কাজই করতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিনের এই পাট্টা অনুষ্ঠানে ৮৬ জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি এদিনের অনুস্থান মঞ্চ থেকে ভাঙন দুর্গত দের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
