Breaking News
Home / TRENDING / শ্রীচৈতন্যকে অপমান মমতার, আহত বৈষ্ণব ও হিন্দু সমাজ

শ্রীচৈতন্যকে অপমান মমতার, আহত বৈষ্ণব ও হিন্দু সমাজ

দেবক বন্দ্যোপাধ্যায় 

বিতর্ক মমতার পিছু ছাড়ছে না। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাইয়ের সমাবেশর পিছু ছাড়ছে না বিতর্ক। মুকুল-অভিষেক-মদন, নতুন-পুরনো, সম্মান-অসম্মান ইত্যাদির পর এবার যে বিতর্কটির উদ্ভব হয়েছে তা সম্ভবত ধারণার বাইরে ছিল মুখ্যমন্ত্রীর। সেদিন ২১শের মঞ্চে মমতার একটি বক্তব্যে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যের বৈষ্ণব সমাজে। সভার শেষ পর্বে মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারও কয়েকজনকে সঙ্গে নিয়ে স্লোগান দেন এবং সমবেত ভিড় তাঁর সঙ্গে গলা মেলায়। স্লোগান কোন ভঙ্গিমায় দিতে হবে বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী এমন একটি শব্দ ব্যবহার করেছেন যাতে আহত হয়েছে বৈষ্ণব সমাজ, ক্ষুব্ধ হয়েছেন হিন্দুরাও। কি বলেছেন মুখ্যমন্ত্রী? দুহাত তুলে কিভাবে স্লোগান দিতে হবে বোঝাতে গিয়ে মমতা বলেন, ‘ভজ গৌরাঙ্গ করো’। মুখ্যমন্ত্রীর এ হেন উচ্চারণে আহত হয়েছন বৈষ্ণবরা। শুরু হয়েছে বিতর্ক।

যে মহাপ্রভু শ্রীচৈতন্য বাংলায় নবজাগরণ এনেছিলেন, দেশজোড়া ভক্তি আন্দোলনের যিনি একজন অন্যতম পুরোধা তাঁকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভরা সভায় এই ধরনের উক্তি মেনে নিতে পারছে না রাজ্যের বৈষ্ণব তথা হিন্দু সমাজ। প্রশ্ন উঠছে একটি রাজনৈতিক দলের স্লোগান কীভাবে দেওয়া হবে তা বোঝাতে গিয়ে ঠিক কোন মানসিকতা থেকে মুখ্যমন্ত্রীর এই উদাহরণটি মাথায় এল! কেউ কেউ বলছেন হিন্দু বা বৈষ্ণব সমাজ থেকে কোনও উগ্র প্রতিরোধ আসেনা বলেই কী মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করতে পারলেন !

শ্রী চৈতন্যের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়াদেবীর ভ্রাতুষ্পুত্রের বংশধর এবং নবদ্বীপের বৈষ্ণব সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সুদিন গোস্বামী বলেন, “এটি একপ্রকার সার্বিক অজ্ঞতা। প্রভু শ্রীচৈতন্যের গভীর দর্শন নিয়ে দুনিয়ার বহু মানুষ ভাবিত। এটা দুঃখের যে, শ্রী চৈতন্যের জন্মস্থানেই তাঁর নাম মাহাত্ম অন্যভাবে ব্যবহৃত হচ্ছে।”

ইসকনের কলকাতা শাখার প্রধান রাধাবল্লভ দাস মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী যা ভেবেই বলুন না কেন গৌরাঙ্গের নামই তো উচ্চারিত হয়েছে! সমবেত ভিড় তো একবার হলেও সেই নাম শুনেছে! ধরে নিন এই ঘটনার এখানেই সার্থকতা।”

সুদিন গোস্বামী বা রাধাবল্লভ দাস তাঁদের দার্শনিক উচ্চতা থেকে বিষয়টিকে ব্যাখ্যা করলেও সাধারণ বৈষ্ণব বা হিন্দু সমাজের কাছে মুখ্যমন্ত্রীর মন্তব্য তাঁদের আরাধ্য মহামানবের অসম্মান বলেই মনে হয়েছে।

দেখুন ভিডিয়ো 

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

আরও পড়ুন :-

ভারত বনাম ভারতের লড়াই, জিতবে কে!

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *