নীল বণিক :
ডিভিসি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে চ্যালেঞ্জ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করছিলেন ডিভিসি বাঁধ সংস্কার করছে না। তাই রাজ্যে বন্যা হচ্ছে। এমনকী তিনি বলেছেন, রাজ্যের ছোট বাঁধ সংস্কারে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই অভিযোগ খারিজ করে বিজেপির রাজ্য সভাপতি জানান, শেষ তিন বছরে বাঁধ সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। তাছাড়াও ডিভিসির কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। রাজ্যের প্রতিনিধি তাহলে কি করছেন ? তাঁরা ডিভিসির কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করছেন না কেন! আসলে রাজ্য সরকার বন্যা নিয়েও রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন