নীল বণিক :
মোর্চা-সহ পাহাড়ের রাজনৈতিক দলগুলোকে বাগে আনতে এবার মুকলের ওপর ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর শুক্রবার রাতেই তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি মুকুল রায় শিলিগুড়িতে রওনা হচ্ছেন। শনিবার জলপাইগুড়িতে মিরিকের দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। তার পরেই তিনি মোর্চা নেতাদের সঙ্গে কথা শুরু করবেন বলে দলীয় সূত্রের খবর। মোর্চা নেতাদের সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক একটা সময়ে বেশ ভাল ছিল। সেই সম্পর্ককে এবার কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মুকুল রায় খুব শান্তভাবে কঠিন অবস্থাকে সামলাতে জানেন। তাই বেশ কয়েকদিন ধরেই একজন ঠান্ডা মাথার নেতাকে গুরুঙ্গদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে একসময়ের দলের অঘোষিত সেকেন্ড ম্যানের ওপর ভরসা রাখলেন মমতা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন