প্রিয়াঙ্কা সাহা :
যৌনহেনস্তা এখন প্রতিনিয়তই শোনা যাচ্ছে। সাধারণ মানুষ তো বটেই যৌনহেনস্তা থেকে বাদ পড়ছেন না সেলিব্রেটিরাও। এবার এই ব্য়াপারে মুখ খুললেন খিলাড়ি অক্ষয়কুমার। তিনি স্পষ্ট জানালেন শিশু অবস্থায় যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। মুম্বইয়ের এক আন্তর্জাতিক সম্মলনে বক্তব্য় রাখছিলেন অক্ষয়কুমার , সেখানে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে খিলাড়ি বলেছেন শিশু অবস্থায় আমাকে অশ্লীলভাবে স্পর্শ করতো একজন। খিলাড়ি জানিয়েছেন, তিনি একজন লিফটম্য়ান ছিলেন। অক্ষয় সঙ্গেসঙ্গে তাঁর বাবাকে জানান। তাঁর বাবা থানায় অভিযোগ করেন। তারপর সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিনেতা এও বলেন প্রত্য়েক সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত। বন্ধুর মতো মেশা উচিত। যৌনহেনস্তার শিকার হতে হয়েছে কালকি কোচলিন, অনুষ্কা শঙ্কর, সোফি হায়াত, সোমি আলি, আনুরাগ কাশ্যপ, লেডি গাগার মতো জনপ্রিয় সেলিব্রেটিদের। এঁরা সবাই প্রকাশ্যে মুখ খুলেছেন। এবার খিলাড়ি অক্ষয়কুমারও প্রকাশ্যে জানালেন যৌন্য়হেনস্তার কথা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন