Breaking News
Home / TRENDING / কলকাতা হাইকোর্টে মামলা ছেড়ে দিতে হুমকি আইনজীবীকে, আক্রান্ত আইনজীবীর বাবাও

কলকাতা হাইকোর্টে মামলা ছেড়ে দিতে হুমকি আইনজীবীকে, আক্রান্ত আইনজীবীর বাবাও

নিউজ ডেস্ক, চ্যানেল হিন্দুস্থান:

গত মঙ্গলবার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় একটি জমিতে পিএইচই ট্যাঙ্ক করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মামলা ফাইল করেন হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিনয় কৃষ্ণ মন্ডল। আর তাতেই বিপত্তি, শুধু বিনয় কৃষ্ণ নয়, এই মামলার আইনজীবী শমীক বাগচীকে প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মামলা করে বেরোনোর সময় ঐ অঞ্চলের উপপ্রধান ও টিমসির ব্লক প্রেসিডেন্ট নগেনদ্রনাথ বৈদ্য প্রকাশ্যে হুমকি দেন। বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে দিলীপ কুমার মন্ডলকে কোর্ট বারান্দায় রীতিমত বচসা শুরু হয়। ‘একসময় গ্রামে এলে দেখে নেওয়ার’ কথাও বলা হয়। কোর্ট চত্বরে মামলাকারী বিনয় কৃষ্ণ মন্ডলের সাথেও বচসা হয় উপপ্রধান ও এলাকার কল্যাণ মন্ডলের সাথে।

রীতিমতো মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মামলাকারীরা। মামলার আইনজীবী শমীক বাগচীকেও হুমকি দেওয়া হয়, মামলা ছেড়ে দেওয়ার জন্য, পুরো ঘটনায় মামলাকারী বিনয় কৃষ্ণ মন্ডল অসুস্থ হয়ে পড়লে, তাকে হাইকোর্টের মেডিক্যাল ইউনিটে ভর্তি করতে হয়। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে পিজি হসপিটালে স্থানান্তরিত করতে হয়। প্রকাশ্য দিবালোকে হাইকোর্ট চত্বরে ঘটনাটি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *