নীল বণিক :
রাজ্যে সংগঠন বাড়াতে এবার প্রযুক্তির হাত ধরেছে বিশ্বহিন্দু পরিষদ। সংগঠনের নিজেস্ব ওয়েবসাইটের মাধ্যমে নতুন সদস্যের সংগঠনে টানছেন বিশ্বহিন্দু পরিষদের রাজ্য নেতারা। চলতি মাসের ১৯ তারিখে সংগঠন বাড়ানোর জন্যে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ১৯ জুলাই থেকে বিশ্বহিন্দু পরিষদের নিজস্ব ওয়েবসাইটে পরিচয়পত্রের প্রমাণ-সহ সদস্য বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ সৌরাশিস মুখোপাধ্যায় বলেন, এই কয়েকদিনেই চার হাজারের কাছাকাছি সদস্য বেড়েছে। তাঁরা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমেই বিশ্বহিন্দু পরিষদের সদস্য হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সদস্য হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ থেকে। তার পরেই আছে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলা। আগামী তিন মাসে ৫০ হাজার নতুন সদস্য করার লক্ষ্যে নামছেন বিশ্বহিন্দু পরিষদের নেতারা। তাই তাঁরা নতুন উদ্যমে ঝাঁপিয়েছেন। নবাগত সদস্যদের প্রথমে সংগঠনের কাজ ও মতাদর্শ শেখাবেন বিশ্বহিন্দু পরিষদের রাজ্য নেতারা। তারপর সেখান থেকে বেছে বেছে উপযুক্ত সদস্যদের সংগঠনের কাজে লাগান হবে বলে জানিয়েছেন সৌরাশিস মুখোপাধ্যায়। প্রয়োজনে নবাগত সদস্যরা হাটে-বাজারে ছোট ছোট সভা করে রাজ্যের হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তুলে ধরবেন বলে জানান তিনি।
আরও পড়ুন :-
মমতার মাথায় পরিবারতন্ত্রের ভুত! মুকুলকে খাচ্ছে কিন্তু গিলছে না দল