প্রিয়াঙ্কা সাহা 
২০১৬ রিও অলিম্পিক্সে মেয়েদের ব্য়াডমিন্টন সিঙ্গল্সে রুপো জয়ী পিভি সিন্ধুকে এবার ডেপুটি কালেক্টর হিসাবে নিয়োগ করল অন্ধ্রপ্রদেশ সরকার। গত ২৭ জুলাই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি রাজ্য় সরকারকে ধন্য়বাদ জানিয়েছেন প্রসঙ্গত রিও অলিম্পিক্সে সিঙ্গলসে রুপো জেতার পরেই অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছিল সিন্ধুকে ৩ কোটি টাকা, ১০০০ বর্গফুটের একটি বাড়ি এবং গ্রপ ওয়ান পদে চাকরি দেওয়া হবে । আর্থিক পুরস্কার ও বাড়ি তিনি আগেই পেয়েছেন। এবার অন্ধ্রপ্রদেশ সরকার চাকরি দিল তাঁকে। তবে সিন্ধু প্রথম তিন বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। মূলত এই সময়ে তাঁর প্রশিক্ষণ চলবে। শোনা যাচ্ছে ৩০ দিনের মধ্য়েই কাজে যোগ দিতে চলেছেন সিন্ধু।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news