ওয়েব ডেস্ক :
১৯৫২-তে হেলসেঙ্কি অলিম্পিকে দেশের হয়ে প্রথম ব্যক্তিগত ব্রোঞ্জপদক জিতেছিলেন দাদাসাহেব যাদব। কিন্তু তিনি ছিলেন অবহেলিত। তাঁকে কোনও সম্মানই দেয়নি সরকার! তাঁর মৃত্যু ১৬ বছর পর দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার! এমনকী দাদাসাহেব যাদবের নামে কুস্তি আকাডেমি গড়ার জন্য কোনও সাহায্যই পায়নি তাঁর পরিবার। এই দেশের মুখ উজ্জ্বল করা কুস্তিগিররের অলিম্পিক পদক নিলাম করে টাকা তুলতে হয়ছে তাঁর পরিবারকে।
চরম অবহেলিত এবং বিস্মৃতির আড়ালে চলে যাওয়া দাদাসাহেবকে নিয়ে ছবি বানাচ্ছেন বিশ্ববরেণ্য পরিচালক শ্যাম বেনেগল। তিনি আরও চমক দিচ্ছেন। দাদাসাহেব যাদবের চরিত্রে কোনও নামী বলিউড স্টার নয়, অভিনয় আর এক কুস্তিগির সংগ্রাম সিং। সংগ্রাম সিং তাঁর ওজন কমিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় অভিনয়ের ক্লাশও আরাম্ভ করেছেন বলে জানা গেছে। নভেম্বর মাস থেকে শুটিংও শুরু করবেন ঠিক করেছেন শ্যাম।