মধুমন্তী
যাদবপুর নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। সম্প্রতি ছাত্র সংসদের বদলে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তা নিয়ে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে চলছিল ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ।
তবে, গতকাল রাতে তা তুলে নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের তরফ থেকে। কারণ, দাবি অনুযায়ী আলোচনায় বসতে রাজি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।
জেনারেল মিটিং করে আপাতত তুলে নেওয়া হয়েছে অবস্থান বিক্ষোভ। তবে, আগামী কয়েকদিন অরবিন্দ ভবনের সামনে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে নাটক, গান।
অবস্থান বিক্ষোভ উঠে গেলেও কর্মসূচি জারি থাকবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে আলাদা করে জেনারেল বডি মিটিং করবে ছাত্র রাজনীতি সংগঠনগুলি। এভাবেই আন্দোলন জারি রাখছে যাদবপুর।
আরও পড়ুন
পার্থ-র কাউন্সিল মানছে না কোনও ছাত্র সংগঠন, উত্তেজনার পারদ চড়ছে যাদবপুরে
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন