ওয়েব ডেস্ক :
হাসপাতালের অমানবিক চিত্র মানুষের কাছে নতুন কিছু নয়, বহু পরিচিত। কখনও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আবার কখনও-বা ভুল চিকিৎসার জেরে প্রাণ দিতে হয়েছে নিরীহ মানুষকে। তবে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হাসপাতালের ঘটনা দেশবাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরের সবচেয়ে বড় হাসপাতাল বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ। সেই হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬৩ শিশুর। হাসপাতাল সূত্রের খবর, যে-সংস্থাকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল তারা আচমকাই অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। অভিযোগ, প্রায় ৬৭ লক্ষ টাকা বকেয়া থাকায় ওই সংস্থা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। আর তার মাশুল গুনতে হল ৬৩ জন নিরীহ শিশুকে। উত্তরপ্রেদশের জেলাশাসক রাজীব রৌতেলা খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে, অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা তিনি স্বীকার করেননি। তাহলে, এতোগুলো শিশুর মৃত্যু হল কীভাবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারেননি তিনি। উল্লেখ্য, মোট তিনটি ওয়ার্ডে ভরতি ছিল ওই ৬৩টি শিশু। হাসপাতাল সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় তারা এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয় ওই হাসপাতালে।