নিজস্ব প্রতিনিধি :
অধিনায়ক অর্ণব মণ্ডল, রফিক, সালাম রঞ্জন সিং আর নিখিল পূজারি আজই রওনা দিচ্ছেন জাতীয় শিবিরে যোগ দিতে। তার ওপর তারকা ফুটবলার বলতে কেউ নেই। নেই পুরনো খেলোয়াড়ও। গুরবিন্দর সিং, লুই ব্যারেটো আর সামাদ আলি মল্লিক ছাড়া। তবে আল আমনা, প্লাজা আর ডিওন মিচেল তিন বিদেশিই খেলবেন।
কোচ খালিদ জামিল রেনবোকে গুরুত্ব দিচ্ছেন। কেননা, প্র্যাকটিস ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল লালহলুদ। তবে প্রথম একাদশ সাজিয়ে ফেলেছেন মোটামুটি। সম্ভাব্য একাদশ হল—- গোলে লুই ব্যারেটো। দুই সাইড ব্যাক চুলোভা এবং সামাদ আলি, স্টপারে গুরবিন্দর আর ডিওন মিচেল। দুই উইং হাফ ডানমাইওয়া আর ব্র্যান্ডন এবং সেন্ট্রাল মিডফিল্ডে আল আমনা আর রিচার্ড কোস্তা। আর সামনে অর্থাৎ আক্রমণ ভাগে প্লাজার সঙ্গে সুহের।
লালহলুদ কর্তারা মনে করছেন ইস্টবেঙ্গল মাঠ আজ কানায় কানায় ভরে উঠবে। তবে সমর্থকেরা সবচেয়ে বেশি আশা করছেন আল আমনার ওপর। ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেছে আল আমনাকে ঘিরেই সমর্থকদের যত উল্লাস।