নিজস্ব প্রতিনিধি :
সনি নর্ডিকে বাদ দিলে এই মরশুমের সবুজমেরুনের সেরা নির্বাচন নতুন বিদেশি দিয়োগো ফেরেইরা। বছর ২৮-এর এই অস্ট্রেলীয়র বায়োডাটাটি ঈর্ষণীয়। লম্বা ৫ ফুট ১১ ইঞ্চি। মাত্র ১৬ বছর বয়সে এফসি পোর্তোর যুব দলে খেলতেন। অনূর্ধ্ব ২৩-এ অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলতেন নিয়মিত। মেলবোর্ন ভিকট্রিতে পেশাদারি ফুটবলের শুরু। মোহনবাগানে চুক্তিবদ্ধ হওয়ার আগে খেলতেন মালয়েশিয়ার প্রিমিয়ার লিগে পেনাং এফএ-তে।
পর্তুগালের ফিগোর ভক্ত দিয়োগো মোহনবাগান সম্পর্কে সবই জানেন। অজানা কিছু নেই তাঁর! দিয়োগো এসব তথ্য দিয়েছেন বন্ধু ক্যামেরুন ওয়াটসন। ওয়াটসন বেঙ্গালুর এফসি খেলেন। তিনি দিয়োগোকে মোহনবাগান সম্পর্কে প্রচুর ভাল ভাল কথা বলেওছেন। দিয়োগো জানিয়েছেন, আসলেও তাঁকে বলেছেন মোহনবাগানের প্রস্তাবে সাড়া দিতে।
দিয়োগো ডার্বির কথাও জানেন। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়াতেও মেলবোর্ন সিটি আর মেলবোর্ন ভিকট্রির মধ্যেও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে জানি ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলা নিয়ে ব্যাপক উন্মাদনা এবং উত্তেজনা থাকে। তাই এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি।
দিয়োগোর সঙ্গে মোহনবাগানের চুক্তি যেহেতু ১ অক্টোবর থেকে তাই কলকাতা লিগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। আই লিগেই দিয়োগোকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। দিয়োগো ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে সেন্টার ব্যাক পজিশনে খেলতেও ভালবাসেন। আসলে দিয়োগো ইউটিলিটি প্লেয়ার। টাফ এবং আক্রমণাত্মক। মোহনবাগান চিফ কোচ সঞ্জয় সেন মনে করেন, কলকাতা এবং এদেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন দিয়োগো। আশা করি সমস্যা হবে না। মেদহীন ছিপছিপে চেহারার দিয়োগো চমৎকার কথা বলেন। রসিকও বটে। যা বাঙালি পছন্দ করেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news