Breaking News
Home / TRENDING / কংগ্রেসে রাহুল বিরোধিতার সলতে পাকানো শুরু

কংগ্রেসে রাহুল বিরোধিতার সলতে পাকানো শুরু

দেবক বন্দ্যোপাধ্যায়  : 

রাহুল গান্ধি কী এবার দলের মধ্যেই সমস্যায় পড়ছেন!
চলতি সপ্তাহের শুরু থেকে, আজ বৃহস্পতিবার পর্যন্ত, দু’দিনের ব্যবধানে কংগ্রেসের দুই গুরুত্বপূর্ণ নেতার মন্তব্য সম্ভবত সেই দিকেই ইঙ্গিত করছে। সোমবারই জয়রাম রমেশ বলেছিলেন, দল অস্তিত্বের সংকটে ভুগছে। গোটা দেশে ৪৪ জন সাংসদ যে শতাব্দী প্রাচীন সর্বভারতীয় দলের, সেই দলের যে অস্তিত্বের সংকট সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে জয়রাম রমেশের মত গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যে এই কথা বললে, ভাবনার অবকাশ থাকে বইকি!
রাহুলের আই-ফোন পলিটিক্সের ঢক্কানিণাদ, সাইবার মেম্বরশিপের হইচই এখন কংগ্রেসে অতীত। নতুনদের নিয়ে রাহুলের ব্রিগেড, আম আদমি কা সিপাহী, জোট নয়, একলা চলে দলের সংগঠন মজবুত করার পক্ষে সওয়াল ইত্যাদি যাবতীয় রাহুলীয় পরীক্ষা এখন কয়েকবছর আগের কাজে না আসা জঞ্জাল। এখন রাহুল বলতে মাঝে মধ্যেই উধাও আর শিব ঠাকুরের কাছে কংগ্রেসের সিম্বল (মহাদেবের বরাভয় মুদ্রা দেখিয়ে) জাতীয় ছেলেমানুষী বক্তৃতা। সাম্প্রতিকতম, নিরাপত্তা নিতে অনীহা।
জয়রামের সোমবারের পর বৃহস্পতিবার তাঁর সমর্থনে মুখ খুললেন একসময়ের ১০ জনপথের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা মণিশঙ্কর আইয়ার (শোনা যায় এখন আর আগের মতো ঘনিষ্ঠতা নেই) বলেছেন, দেশ পাল্টেছে দলকেও পাল্টাতে হবে। বলেছেন, পুরোন ভাবনা, পুরোন ধরণ সবই বদলাতে হবে।
কিসের ইঙ্গিত এই দুই অভিজ্ঞ কংগ্রেসীর গলায়?
গুজরাতের বিধানসভা নির্বাচনে গুজরাত কংগ্রেস প্রচারের মুখ হিসেবে রাহুলকে চাইছে না বলেও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে কংগ্রেসে এখন গোলমেলে হাওয়া।
এআইসিসিতে কানাঘুষো চলছে যে রাহুল বিরোধিতার সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন জয়রাম -মণিশঙ্কর।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *