সোমবারই সবুজমেরুন জার্সি পরে মাঠে নামছেন কিংসলে

নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৪ অগস্ট প্রথম মাঠে নামছে মোহনবাগান। প্রথম খেলা সাদার্ন আভেনিউয়ের বিরুদ্ধে। প্রথম খেলা থেকেই মাঠে জার্সি পরে নামতে মুখিয়ে রয়েছেন নাইজেরিয়ান ডিফেন্ডার কিংসলে। প্রথম খেলা থেকেই সবুজমেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে কিংসলেকে। এবার কলকাতা লিগ জিততে মরিয়া মোহনবাগান। আরও পড়ুন :-  আই লিগে সোনি নর্ডি-সহ চার বিদেশি পাকা করে নিয়ে … Continue reading সোমবারই সবুজমেরুন জার্সি পরে মাঠে নামছেন কিংসলে