মধুমন্তী :
নাম ভেঙ্কটেশ প্রভু। তামিল এই অভিনেতা একাধারে যেমন পরিচালক, প্রযোজক, লেখক, গীতিকার তেমনই অন্যদিকে তিনি প্লেব্যাকও করে ফেলেছেন। চিনতে পারছেন না নিশ্চয়! না চেনাটাই স্বাভাবিক। এবার যদি বলি তিনি রজনীকান্তের জামাই ধানুশ। এবার একটা সেকেন্ডও সময় লাগল না তো চিনতে! মনে গুনগুন করে উঠল ‘কোলাভেরি কোলাভেরি’।
একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০০২ সালে তাঁর বাবা কস্তুরী রাজার পরিচালনায় ছবি ‘থুল্লুভাদো ইয়ামাই’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন ধানুশ।
এ পর্যন্ত একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। এমনকী ২০১০-এর ‘আদুকালাম’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি।
তবে তাঁর পরিচিতি তৈরি হয় ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানের মধ্যে দিয়ে। রাতারাতি যে গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় ১০০ মিলিয়িনের ওপর। সব মিলিয়ে ধনুশ ঝুলিতে পুরে ফেলেছেন তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং সাতটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
কোলাভেরি মানুষের মনে জায়গা করার পর বলিউডে পা রাখেন ধনুশ। আনন্দ এল রাইয়ের পরিচালনায়, সোনাম কাপুরের বিপরীতে ‘রাঞ্জনা’ দিয়ে ডেবিউ করেন ধনুশ। ছবির সঙ্গে এ ছবির গানও মানুষের মনে জায়গা করে নেয়। সঙ্গীত পরিচালক এ আর রহমান।
তবে চলতি বছরে নিজের প্রথম পরিচালিত ছবি ‘পাওয়ার পান্ডি’তে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ধনুশকে। এ পর্যন্ত একাধিক তামিল ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি।
তবে এর পরেও বলিউডের মাটিতে পা শক্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে ধনুশকে।
আজ জন্মদিনে তাঁর টুইটার অ্যাকাউন্টে ভক্তদের ভিড় জমেছে। ভক্তদের শুভেচ্ছায় আপ্লূত ধনুশ ধন্যবাদ জানান ভক্তদের।
আজ তাঁর জন্মদিনে চ্যানেল হিন্দুস্তানের শ্রদ্ধার্ঘ্য।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
বি এ পাশ বাঙালি ছেলে ফিরিওয়ালা দেখালে দর্শক খাবে বেশি সুখেন দাসের এই ছিল সিনেমা দর্শন