চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বৃহস্পতিবার ত্রিপুরায় বিজেপির জয়কে উত্তর-পূর্বের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবারও বিজেপির ওপর আস্থা রাখার জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
ভারতীয় জনতা পার্টি ( বিজেপি ) ত্রিপুরায় মোট ৬০টির মধ্যে ৩২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় ফিরেছে৷ তিনি একটি টুইটে বলেছেন “উত্তর-পূর্বের জন্য একটি ঐতিহাসিক দিন৷ আমি আবারও বিজেপিতে আস্থা রাখার জন্য ত্রিপুরাকে ধন্যবাদ জানাই ৷ এটি স্বপক্ষের বিজয়৷ -প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে বিজেপি ত্রিপুরায় যে উন্নয়নের রাজনীতি দিয়েছে। আমরা একসাথে এগিয়ে যাব এবং একটি সমৃদ্ধ ত্রিপুরা গড়ব”।
উত্তর-পূর্ব ভারতের জন্য আজ ঐতিহাসিক দিন। বিজেপির প্রতি আস্থা রাখার জন্য ত্রিপুরার জনগণকে ধন্যবাদ জানাই।
এই জয় উন্নয়নের জয়, যা বিজেপি প্রধানমন্ত্রী @narendramodi জীর নেতৃত্বে ত্রিপুরাকে দিয়েছে।
আমরা একসাথে এগিয়ে যাব এবং একটি সমৃদ্ধ ত্রিপুরা গড়ব।
— Amit Shah (@AmitShah) March 2, 2023
তিনি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছিলেন “শ্রী জেপি নাড্ডা জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য এবং বিজেপি ত্রিপুরা ইউনিটের কর্মকর্তাদের অভিনন্দন, যাদের অক্লান্ত পরিশ্রম বিজেপির বিজয় নিশ্চিত করেছে৷ এটা আবারও স্পষ্ট যে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি ৷ নরেন্দ্র মোদি জনগণের পছন্দ”।
Thank you Tripura! This is a vote for progress and stability. @BJP4Tripura will continue to boost the state's growth trajectory. I am proud of all Tripura BJP Karyakartas for their spectacular efforts at the grassroots.
— Narendra Modi (@narendramodi) March 2, 2023