দেবক বন্দ্যোপাধ্যায় :
একুশে জুলাইয়ের মঞ্চেও লবির রাজনীতির ওপরে উঠতে পারলেন না যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে বক্তৃতা দিতে উঠে সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলেও মুকুল রায়ের নাম মুখে আনলেন না অভিষেক।
তৃণমূলের অন্দরমহল বলে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে তুলে ধরতে চাওয়ার ফলেই কিছুদিন আগে পর্যন্ত দলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে ক্রমশ গুরুত্বহীন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। যদিও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অনুষ্ঠানের শুরুতেই মুকুলের নাম উল্লেখ করে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান সর্বভারতীয় সভাপতিকে সম্মান প্রদর্শন করেন।
আরও পড়ুন :-