ওয়েব ডেস্ক :
আইপিএলের ব্যাস্ত কর্মসূচী থেকে সময় বের করে রাঁচির দেউর মন্দিরে পুজো দিলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার রাতে রাঁচি সফরে এসে মঙ্গলবার ভোররাতে দেউর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশে বেরিয়ে যান ধোনি। সেইসঙ্গে এক রাত কাটিয়েও যান নিজের বাড়িতে।
সামনে কোনও বড় টুর্নামেন্ট থাকলে একবার দেউর মন্দিরে পুজো দেন ধোনি। তাই হয়তো শত ব্যস্ততার মাঝেও পুজো দেওয়ার উদ্যোগ।