ওয়েব ডেস্ক :
কিছুদিন আগে এক বাংলার প্রথম শ্রেণির দৈনিকে সনি নর্ডির এক সাক্ষাৎকার কেমন যেন বেসুরে বাজলো। সনির কথা শুনে অনেক বাগান সমর্থক চিন্তায় পড়ে গেছেন। তিনি বলেছেন, মোহনবাগান কর্তারা রাখলে আমি থাকবো। এখনও কর্তারা নর্ডিকে রাখবেন কি রাখবেন না সে কথা হয়নি। রাখার কথা তো ঠিক আছে। কিন্তু না রাখার কথাটা আসছে কেন! সনি নর্ডি তো বাগান সমর্থকদের নয়নের মণি। সনি ছাড়া মোহনাবাগান ভাবাই যায় না। তাহলে না রাখার প্রশ্নটা আসে কেন সভার মুখে। এরমধ্যে কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়াও সনি বলেছেন, আমার কাছে টাকাটা বড় কথা নয়, সমর্থকদের ভালবাসাটাই আসল। এখনেও প্রশ্ন টাকার কথাটা উঠলো কেন! তাহলে কী ধরে নিতে পারি এবার শিবির বদল করছেন নর্ডি।