Breaking News
Home / খেলাধুলা / নর্ডি কি মোহনবাগান ছাড়ছেন?

নর্ডি কি মোহনবাগান ছাড়ছেন?

 

ওয়েব ডেস্ক :

কিছুদিন আগে এক বাংলার প্রথম শ্রেণির দৈনিকে সনি নর্ডির এক সাক্ষাৎকার কেমন যেন বেসুরে বাজলো। সনির কথা শুনে অনেক বাগান সমর্থক চিন্তায় পড়ে গেছেন। তিনি বলেছেন, মোহনবাগান কর্তারা রাখলে আমি থাকবো। এখনও কর্তারা নর্ডিকে রাখবেন কি রাখবেন না সে কথা হয়নি। রাখার কথা তো ঠিক আছে। কিন্তু না রাখার কথাটা আসছে কেন! সনি নর্ডি তো বাগান সমর্থকদের নয়নের মণি। সনি ছাড়া মোহনাবাগান ভাবাই যায় না। তাহলে না রাখার প্রশ্নটা আসে কেন সভার মুখে। এরমধ্যে কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়াও সনি বলেছেন, আমার কাছে টাকাটা বড় কথা নয়, সমর্থকদের ভালবাসাটাই আসল। এখনেও প্রশ্ন টাকার কথাটা উঠলো কেন! তাহলে কী ধরে নিতে পারি এবার শিবির বদল করছেন নর্ডি।

Spread the love

Check Also

বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় এবার রীতিমতো …

জানেন কি, প্রথম টেস্টে জয়ে অধিনায়কের চোখে সুপারস্টার কে?

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের প্রশংসায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । অ্যাশেজের প্রথম …

কামিন্সের ঘাতক ইয়র্কারে উড়ল পোপের উইকেট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রামধনুর মতো বাঁকানো ইনসুইং ইয়র্কার বেরল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাত থেকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *