চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনায় আক্রান্ত হল বলিউডের আরও এক পরিবার। অভিনেতা অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ ও ভাইঝি করোনায় আক্রান্ত হলেন। আজ পরিবারের কোভিড পজিটিভের কথা নিজেই টুইট করে জানান অনুপম খের।
আজ এক ভিডিয়ো পোস্ট করে অনুপম খের বলেন, “তিনি রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে। কিন্তু পরিবারের অন্যদের সেই সৌভাগ্য হয়নি।” অভিনেতার মা দুলারি, ভাই রাজু, ভাইয়ের বউ রিমা এবং ভাইঝি বৃন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেতার মা শুধুমাত্র মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা গুরুতর অসুস্থ না হওয়ায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
অনুপম খের বলেন, তাঁর মা কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। খাবার খেতে পারছিলেন না। রক্ত পরীক্ষা ও সিটি স্ক্যানে কোনও কিছু ধরা পড়েনি। করোনা টেস্ট করায় রিপোর্ট পিজিটিভ আসে। একইসঙ্গে তিনি ডাক্তার ও বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনকে ধন্যবাদ জানান। এদিন তাঁর ভাইয়ের বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে, সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
এর আগে শনিবার রাতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোভিড আক্রান্ত হন। করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করে জানান অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন।