ওয়েব ডেস্ক :
ভারতীয় মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স এখন তুঙ্গে! রেকর্ড গড়ছে একের-পর-এক। বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। আজকের ম্যাচের আগে গতকাল এক সাংবাদিক বৈঠকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ বলেন, “ডার্বি মাঠে আমরা গ্রুপ স্টেজের চারটে ম্যাচ খেলেছি, তাই এই মাঠের পরিস্থিতি সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল।”
শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত-নিউজিল্যান্ড খেলায় টসে হেরে ভারত ব্যাট করতে নেমে ২৬৫ রান করে। অন্যদিকে ৭৯ রানে সবক’টি উইকেট পড়ে যায় ভারতের। ১২৩ বলে ১০৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক মিতালি রাজ। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতই এগিয়ে আছে আজকের ম্যাচে।
দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের আগে আগাম শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটারদের মনোবল বাড়ান সচিন। সোশ্যাল মিডিয়ায় সচিনের এই পোস্ট ভারতীয় মহিলা ক্রিকেট দলকে জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে দেবে।
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বিকেল তিনটেয়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন