ওয়েব ডেস্ক :
কথায় বলে, টিভিতে যাই দেখছেন তা কখনই নিজের ব্যক্তিগত জীবনে ফলাতে যাবেন না। তাহলে অনর্থ হতে পারে। কারণ, কিছু বিষয় রুপোলী পর্দাতেই মানায়। তাই টিভি তে কোনও স্টান্ট দেখানো হলে তার নিচে স্ক্রল করা হয়, এটি চেষ্টা করবার ঝুঁকি দেখাবেন না। তবুও কে শোনে কার কথা! নব্বুইয়ের দশক থেকে এ যুগে বাহুবলি, স্টান্টে ভরপুর একধিক ছবি প্রভাবিত করছে সাধারণ মানুষকে।
বাহুবলি ছবিতে জলপ্রপাত থেকে ঝাঁপ দেওয়ার একটি স্টান্ট দেখানো হয়। যা মুগ্ধ করে এক বাহুবলি ফ্যানকে। যা ওই ব্যক্তি নিজেও চেষ্টা করতে যান। যার ফলে উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন