মধুমন্তী
সদ্য গেছে ১৫ অগস্ট। দেশ জুড়ে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। দেশপ্রেম বোঝাতে স্কুলে, সিনেমা হলে গাওয়ানো হচ্ছে জতীয় সঙ্গীত। এইসবের বিরোধিতাও হচ্ছে কিছু কম না। ঘাড় ধরে দেশপ্রেম শেখাবে নাকি! উঠছে আওয়াজ। পাশাপাশি নেতাজী-মূর্তির নাক কেটে মুখে আলকাতরা লেপে দিচ্ছে কেউ কেউ। আবার প্রশ্ন উঠছে। তাহলে কী সত্যিই চাবকে দেশপ্রেম শেখাতে হবে এই দেশটাকে! দেশপ্রেম, অতি-দেশপ্রেম, সাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার মাঝখানে নাক কাটা গেল জানকীর। কে জানকী? জানকী ধনক। মধ্যপ্রদেশের রেনভজা গ্রামের বাসিন্দা।
আপাতত খবর, কাজ করতে না চাওয়ায় তাঁর নাক কেটে দিয়েছে নরেন্দ্র রাজপুত ও সাহাব সিং। কি কাজ? মধ্যপ্রদেশের এই গ্রাম থেকে যতটুকু খবর উঠে এসেছে তা থেকে জানা গেছে কোনও কারনে জানকীকে ঠিকা শ্রমিকের কাজ করতে জোর করে ওই দুই ব্যক্তি। সে রাজি না হলে তাঁর স্বামীকে মারধোর করে। স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ওই দুজন সেখানে গিয়েও চড়াও হয়। শেষ পর্যন্ত নাক কেটে দেয় জানকীর।
সে এখন বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজে ভর্তি।
মধ্যপ্রদেশ মহিলা কমিশন বিষয়টি এখন দেখছে। একই সঙ্গে পুলিশও তদন্ত শুরু করেছে।নারী নির্যাতনের একাধিক ঘটনা প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে। দেশপ্রেমের শিক্ষা দেওয়ার কথা বলছে মোদী সরকার। মহিলাদের সম্মান করা শেখাবার জন্য কী কোনও প্রকল্পের কথা ভাবতে পারে মোদি সরকার! এই সমস্যা তো শুধু উত্তরপ্রদেশের নয়। গোটা দেশের। কন্যাশ্রীর রাজ্য পশ্চিমবঙ্গেও ধর্ষিতা হয় শিশু থেকে বৃদ্ধা। ২১ শতকে দাঁড়িয়ে এ কোন সভ্যতা? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর কত বার এভাবে সভ্যতার নাক কাটা পড়বে!
আর কতবার যুগের হাওয়ায় পাল তুলে আধুনিকতা গায়ে মাখলেও মুখে পড়বে আলকাতরার রং!
ছবি : এএনআই
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন