ওয়েব ডেস্ক
ওমানে ৬৫ বছর বয়সী বাসিন্দার সঙ্গে বিয়ে হওয়া নাবালিকাকে উদ্ধারের আর্জি করে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী। সম্প্রতি হায়দরাবাদের এক ১৬ বছরের নাবালিকার সঙ্গে ৬৫ বছর বয়সি ওমানের এক বাসিন্দার বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপরেই নাবালিকাকে উদ্ধারের আর্জি জানান মেনকা গান্ধী। এদিন ট্যুইটারে মেনকা গান্ধী বিদেশমন্ত্রীর কাছে আর্জি করেন যে, ওই নাবালিকাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হোক। এমনকি হায়দরাবাদ পুলিশ কমিশনারকে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি এই আইন বিরোধী বিয়ের তদন্ত করারও আবেদন জানান তিনি। উল্লেখ্য, হায়দরাবাদের গরীব পরিবারের ক্ষেত্রে এই ধরণেই বিয়ের খবর হামেশাই প্রকাশ্যে আসে। বিশাল অঙ্কের টাকার লোভে বিদেশে নাবালিকাকে বিয়ে দেওয়া হয়। সম্প্রতি, মাত্র ৫ লক্ষ টাকার বিনিময়ে ১৬ বছরের এক কিশোরীকে ৬৫ বছরের ওমানের এক বাসিন্দার সঙ্গে বিয়ের দেওয়ার খবর প্রকাশ্যে আসে। ঘটনার নৈপথ্যে ছিলেন ওই কিশোরীর কাকিমা। এমনটাই অভিযোগ করেন কিশোরীর পরিবার। এমনকি মেয়েটির অনুমতি ছাড়াই তাকে ওমানে বিক্রি করে দেওয়ার মতোও অভিযোগ আনে তাঁর পরিবার। ঘটনা প্রকাশ্যে আসার পরই মাস্কাট থেকে মেয়েটি তার বাবা মাকে একটি চিঠিতে জানান যে, তাকে না নিয়ে যাওয়া হলে সেখানেই আত্মহত্যা করতে বাধ্য হবে সে। মেয়েটির এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা যায় যে, ওমানে মেয়েটি মোটেই সুখে নেই। এরপরেই মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকেরা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news