ওয়েব ডেস্ক
গোরক্ষপুরের শিশু মৃত্যুর ঘটনায় এবারে উত্তরপ্রদেশ সরকারকে টেনে আনল এলাহাবাদ হাইকোর্ট। শিশু মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের তরফে পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। গোরক্ষপুর কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সমাজ কর্মী ও আইনজীবি নূতন ঠাকুর। শুক্রবার, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি দয়াশঙ্কর তেওয়ারির বেঞ্চে মামলার শুনানি হয়। এদিন নূতন ঠাকুর অভিযোগ করেন যে, শিশু মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে, রাজ্য সরকার আসল কারণ আড়াল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, দোষীদের বাঁচানোর চেষ্টাও করছে রাজ্য সরকার, এমন অভিযোগও করেন তিনি। অপরদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই জনস্বার্থ মামলার বিরোধিতা করে বলেন যে, রাজ্য সরকারের তরফে যা যা পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ শে অগাস্ট। উল্লেখ্য, গোরক্ষপুরের শিশু মৃত্যুর ঘটনা নিয়ে উঠে আসছে নানান তথ্য। তারই ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অপরদিকে, যোগীর সরকার আগেই জানিয়ে দিয়েছে যে পুরো ঘটনার রিপোর্ট হাতে আসার পরই পদক্ষেপ নেওয়া হবে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন