ওয়েব ডেস্ক
স্ত্রী-কে তিন তালাক দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও শ্বশুরবাড়ি ছাড়তে চায়নি স্ত্রী। রেগে স্ত্রীর নাককেটে নিল স্বামী! শুধু স্বামী নয় অভিযোগ উঠেছে সৎ ছেলেরও বিরুদ্ধে। এমনই ঘটনার সাক্ষী মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকা। আক্রান্ত গৃহবধূ মেনো বিবি চিকিত্সাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, কিছুদিন আগেই মেনো বিবিকে তিন তালাক দেন তাঁর স্বামী হাসু শেখ। এরপরেই তাঁকে বাড়ি থেকে বেড়িয়ে যেতে বলে হাসু শেখ। কিন্তু দমে যাননি মেনো বিবিও। দাঁতে দাঁত চেপে অত্যাচার সহ্য করেও তিন ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে যান মেনো বিবি। কিন্তু বিপত্তি ঘটে এর ঠিক কিছুদিন পরেই। আচমকাই হাসু শেখ আবারও বিয়ে করে বাড়িতে নিয়ে আসে দ্বিতীয় স্ত্রীকে। অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায়। এরপরেই সৎ ছেলেকে সঙ্গে নিয়ে মেনো বিবির ওপর চড়াও হয় হাসু শেখ। ঘর থেকে বের করে দেওয়ারও চেষ্টাও করা হয়। বচসা চরম পর্যায়ে পৌঁছালে হাসু শেখ অচমকাই একটি ধারালো অস্ত্র দিয়ে মেনো বিবির নাক কেটে দেয়। গুরুতর জখম অবস্থায় মেনো বিবিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হাসু শেখ সহ আরও ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan