নীল বণিক
পাহাড়ের রাজনীতিতে প্রভাব বিস্তার করতেই কি দার্জিলিংয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? মোর্চা সুপ্রীমো পাহাড়ে প্রবেশ করতে পারছেন না। যার ফলে ধীরে ধীরে গোটা পাহাড় জুড়ে জাপ, জিএনএলএফ নেতারা তাদের রাজনৈতিক পরিধি বিস্তার করছে। অন্যদিকে রাজ্যের সহযোগিতায় বিনয় তামাংরা পাহাড়ে ধীরে ধীরে জমি শক্ত করছেন। এরই মধ্যে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে মোর্চা। পাহাড়ের এই রাজনৈতিক সমীকরণে যথেষ্ট চিন্তিত রাজ্য বিজেপি নেতৃত্ব। এখনও মোর্চাদের সঙ্গে বিজেপির অফিসিয়াল জোট রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ভাল করে বুঝতে পারছেন যে মোর্চার মাটি আলগা হলে আখেরে বেশি ক্ষতি বিজেপির। ২০১৯এ লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে আলুয়ালিয়াকে জেতাতে যথেষ্ট বেগ পেতে হবে। তাই ২০১৯এর কথা মাথাতেই রেখে পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চায় রাজ্য বিজেপি। তিনদিনের পাহাড় সফরে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ২০১৯-এর প্রস্তুতি শুরু করতে চান দিলীপ ঘোষরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan