নিজস্ব সংবাদদাতা :
ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হবেন? তা নিয়ে লাল–হলুদের সমর্থকদের আগ্রহের অন্ত নেই। তবে, সূত্রের খবর, রেনবোতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাজ্জো আর্মান্ডই হতে পারেন লাল–হলুদের ষষ্ঠ বিদেশি। সম্ভাবনা সেরকমই আছে।
মঙ্গলবার হাওড়া স্টেডিয়ামে অনুশীলনে হাজির ছিলেন বাজ্জো। ঘনিষ্ঠ মহলে, খালিদ বাজ্জোকে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক চললে বাজ্জোই হতে পারেন লাল–হসুদের ষষ্ঠ বিদেশি। কারণ, খালিদের ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। ঘরোয়া লিগে বাজ্জোর পারফরমেন্স নজর কেড়েছিল খালিদের।