চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ, তাতে বিজেপিশাসিত রাজ্যে কংগ্রেসের অনবদ্য জয়। লোকসভার আগে অনেকটাই অক্সিজেন যোগবে কংগ্রেসকে। ২২৪ টি আসনের মধ্যে ১৩৫ টি আসনেই জয়ী হয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি।
বুথ ফেরত সমীক্ষায় যে ত্রিশঙ্কু বিধানসভার আভাস পাওয়া গিয়েছিল তা ভুল প্রমাণিত করেছে চূড়ান্ত ফলাফলে। এই দক্ষিণী রাজ্যে সরকার গঠনের জন্য অন্য কোনও রাজনৈতিক দলের দিকে হাত বাড়াতে হচ্ছে না কংগ্রেসকে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস। এখন দলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়া। কে হবেন আগামী মুখ্যমন্ত্রী ?
ডিকে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া, কাকে বেছে নেবে দল? এখন তা নিয়েই শুরু হয়েছে চাপানউতর। রবিবার রাত আড়াইটে অবধি কর্নাটক মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠক হয় বেঙ্গালুরুতে। সমস্ত জয়ী বিধায়কদের মতামত নেওয়া হয়। এদিকে গতকাল বৈঠকের পর কংগ্রেসের তরফে ঘোষণা করে হয়েছে আগামী বৃহস্পতিবারই নয়া সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। তবে মুখ্যমন্ত্রীর মুখ এখনও নির্ধারিত হয়নি। এই সিদ্ধান্ত আপাতত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাঁধেই দেওয়া হয়েছে। এবার এই জল কোনদিকে গড়ায় তাই দেখার।