চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল । আগামী ২৪ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল , এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । ওই দিন বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১২টা ৩০ থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবে ছাত্রছাত্রীরা। ৩১ মে মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রী দের হাতে তুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল । আগামী ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করেছে পর্ষদ । ১৯ মে সকাল ১০ টা থেকে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই বছরই সবথেকে কম সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট। গত ৪ মার্চ মাধ্য়মিক পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা শেষের পর আড়াই মাসের মধ্যেই এবার মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে মাধ্যমিকের ফলপ্রকাশ করার টার্গেটের কথা। সেই মতো আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে পরীক্ষার রেজাল্ট। আর তার পরই ২৪ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল ।
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news