ওয়েব ডেস্ক
সেলিব্রেটিদের সন্তান জন্ম নেওয়া মানে আরেক সেলিব্রেটির জন্ম। বেবি বাম্প থেকেই যেন ক্যামেরা তাক করে রাখেন শাটারবাগরা। তারপর সেই সন্তানদের বেড়ে ওঠার প্রতিটা খুঁটিনাটি সংবাদমাধ্যমের নজরে।
তেমনই এখন বি-টাউনে অন্যতম সেলিব্রেটি শহিদ-মীরা কন্যা মিশা। আগামী ২৬ অগস্ট তার একবছর পূরণ হবে। তাই পার্টিটাও তো হওয়া চাই যবরদস্ত। মেয়ের জন্য তাই লম্বা ভ্যাকেশনের পরিকল্পনা করলেন বাবা শহিদ কাপুর। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মিশা জন্মদিনের প্ল্যান শেয়ার করলেন শহিদ। জানালেন, সারাদিনের ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই দেওয়ার চেষ্টা করি মিশাকে। তবে মিশার জন্মদিনে বিদেশে ছুটি কাটাতে যাওয়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই ভাইরাল ছোট্ট মিশার স্কুলে যাওয়ার ছবি।
সম্প্রতি ছেলে তৈমুরকে নিয়ে সুইৎজারল্যান্ডে ছুটি কাটাতে গেছেন করিনা কাপুর ও সইফ আলি খান। তৈমুরের এটাই প্রথম বিদেশ ভ্রমণ।
সেভাবে দেখতে গেছে সেলেবদের বিদেশে ছুটি কাটানোটা একটা ট্রেন্ড হয়ে গেছে বলা চলে। সুযোগ পেলেই টুক করে উড়ে যাওয়া বিদেশের মাটিতে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
ভারত-পাক যুদ্ধে গুপ্তচরের হয়ে কাজ করছেন আলিয়া ভাট, মিলল এমনই তথ্য