ওয়েব ডেস্ক
ভারত-পাকিস্তান নিয়ে উত্তেজনা সবসময়ই তুঙ্গে চলে। এবার সেই ঘটনাকে প্রেক্ষাপট বানিয়ে নতুন ছবি করছেন মেঘনা গুলজার। ছবির নাম ‘রাজি’। আগামী বছরের ১১ মে এই ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছে। এ কথাই মঙ্গলবার টুইট করে জানিয়েছেন এই ছবির প্রযোজ্যক করণ জোহার। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।
১৯৭১ এর ভারত-পাক যুদ্ধ। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধর প্রেক্ষাপটও রয়েছে এখানে। সূত্রের খবর, ছবিতে এক সাহসী গুপ্তচরের ভূমিকায় দেখা মিলবে আলিয়ার। পরে এক পাকিস্তানের সেনা অফিসারের সঙে ঘটবে তাঁর প্রণয়।
ভারত-পাক যুদ্ধের টানটান উত্তেজনা দর্শককুলকে হলমুখী করবে কিনা সেটা সময়ের অপেক্ষা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন