দেবক বন্দ্যোপাধ্যায় :
কিছুদিন আগে মোদির মাথার দাম ঘোষণা করেছিলেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম বরকতি সাহেব। এখন সেই বরকতির অন্য রুপ। টিপু সুলতান মসজিদের পদ খুইয়ে, প্রকাশ্যে অসম্মানিত হয়ে, মসজিদের রাজ্যপাট ছেড়ে বেরিয়ে আসার পর এবার নতুন অবতারে হাজির বরকতি।
তিন তালাক প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে শীর্ষ আদালতের রায় বেরোনোর পরেই আবার আসরে নেমেছেন বরকতি। নেমেই তাঁর পুরোন চেনা মেজাজে বিবৃতির ঝড় তুললেন সদা বিতর্কিত বরকতি। তবে চেনা মুখে এবার শোনা গেল অচেনা কথা। কি বললেন তিনি? তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে তাঁর বক্তব্য, “খুব ভাল রায় হয়েছে। কুরাণও এই প্রথা সমর্থন করে না। ইচ্ছে হল আর তিনবার তালাক বলে দিলাম, এটা কোনও সভ্যতা নয়। এই প্রথা চলতে পারেনা।” শীর্ষ আদলত রায় দিয়েছে, সংসদে এবার আইন তৈরি হবে। কি মনে হয় মুসলিম মহিলাদের মন জয় করতে পারবে বিজেপি? বরকতির জবাব, “পারবে, মুসলিম মেয়েদের ওপর যে অবিচার এতদিন চলেছে , নতুন আইনে তার অবসান হলে বিজেপি নিশ্চয়ই শিক্ষিত মুসলিমদের সমর্থন পাবে। মেয়েদের সমর্থন তো পাবেই।” নতুন আইন কিরকম হওয়া উচিত সে ব্যাপারেও নির্দিষ্ট কিছু বক্তব্য রয়েছে বরকতির। তিনি মনে ইসলামে পাণ্ডিত্য আছে এমন মানুষের সঙ্গে আলোচনা করে তারপর আইন আনা উচিত সরকারের। এমনকি এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে সাহায্য করতেও প্রস্তুত। বললেন, “প্রধানমন্ত্রী যদি আমার মতামত চান আমি অবশ্যই তাঁকে সাহায্য করব। ইসলামের ব্যাপারে আমি এরজন স্কলার। এই রাজ্য থেকে যদি কারও মতামত নিতে হয় তাহলে আমি এবং কারি ফজলুর রহমান সেই মতামত দিতে পারেন। বাকিরা কিছু জানে না।”
রাজনৈতিক মহল দেখছে, এভাবে বরকতি তাঁর নতুন ইনিংস শুরু করতে পারেন কিনা?
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
তিন তালাক নিষিদ্ধের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন মিরাতুন নাহার, একমত নন আবুল বাশার