নিজস্ব সংবাদদাতা :
রেনবো ম্যাচে ইস্টবেঙ্গলের তারকা বিদেশি আল আমনার পারফরমেন্সে সন্তুষ্ট ক্লাব কর্তা থেকে সদস্য, সমর্থকরা। কিন্তু নিজের একেবারে খেলায় খুশি নন তিনি। কারণ, ওই ম্যাচে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি আমনা। তিনি মিডফিল্ডে ফ্রি খেলতে পছন্দ করেন, তবে সেদিন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল তাঁকে ফ্রি না খেলিয়ে অ্যাটাকিং মিডিও হিসেবে খেলান। ৪–৪–২ ছকে। গতবছর আইজলে খালিদ ৪–৩–৩ ফর্মেশনে আমনাকে ফ্রি খেলাতেন। সেটাই সিরিয়ান ফুটবলারের পছন্দের পজিশন। রেনবো ম্যাচে দল জয় পেলেও নিজের পজিশন নিয়ে মন খুঁতখুঁত করছে তাঁর, চাইছেন মিডফিল্ডে ফ্রি খেলতে। আশা করছেন, পরের ম্যাচে খালিদ সেটাই হয়ত খেলাবেন। মিডফিল্ডে ফ্রি খেলালে আমনা বিপক্ষ রক্ষণে তুলনামূলক বেশি আতঙ্ক তৈরি করবেন। এটা চোখ বন্ধ করে ভরসা করাই যায়।
কলকাতার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কিনা, অনেক যদি–কিন্তু ছিল। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন আমনা। সামনে আরও কঠিন পরীক্ষা। প্রস্তুত আমনা। কিন্তু চান একটাই জিনিস— ফ্রি খেলানো হোক তাঁকে।