নীল বণিক
তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই গোরক্ষপুর কাণ্ডে মুখ খুলবে উত্তরপ্রদেশ সরকার। লক্ষ্নৌ থেকে চ্যানেল হিন্দুস্থানকে জানালেন উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র সিদ্ধার্থনাথ সিং। গোরক্ষপুর হাসপাতালকাণ্ড নিয়ে আগামী ১৯ তারিখ রিপোর্ট জমা পড়বে। এরপরেই বোঝা যাবে যে শিশু মৃত্যুর পিছনে আসল কারণটা ঠিক কী! রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না যোগীর সরকার। তাই বর্তমানে শিশু মৃত্যু নিয়ে সমালোচনার ঝড় উঠলেও সেই নিয়ে এখনও পর্যন্ত নীরবতাই বজায় রেখেছে উত্তরপ্রদেশ সরকার। রাজনীতির নিয়ম মেনে শিশু মৃত্যু নিয়ে শুরু হয়ে গিয়েছে মৃত্যুর রাজনীতি। ঘটনার আকস্মিকতায় যোগী সরকারকে কিছুটা হলেও কিংকর্তব্যবিমুঢ় তা বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যেই অক্সিজেন নিয়ে দুষ্ট চক্রের সন্ধান পাওয়া গেছে। সরকারের তরফে অক্সিজেন সংস্থাকে বকেয়া মেটাতে টাকা আগেই দেওয়া হয়েছিল, সেই খবরও সামনে এসেছে। বিরোধী দলগুলি প্রত্যাশিত ভাবেই যোগীর বিরুদ্ধে এমন সুযোগ হাত ছাড়া করতে নারাজ। ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা না করে সরকারকে দোষারোপ করে গায়ের ঝাল মেটানোর রাস্তা নিয়েছেন অখিলেশ-মায়াবতীরা। কংগ্রেসও এই সুযোগে ভাঙা ঘর গুছিয়ে নিতে চাইছে। তবে, এতো বড় দুর্ঘটনার জন্য কে বা কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তা এখনও বড় প্রশ্ন। ‘সঠিক’ রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করছেন যোগী সরকার। রিপোর্ট হাতে এলেই তা খতিয়ে দেখে সমালোচনার উত্তর তাঁরা দেবে বলেই সরকারের সূত্রের খবর।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন