চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ কয়েকদিনের বৃষ্টির পর ফের বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর সুত্রের খবর, আবারও ৪০ ডিগ্রি ছুতে পারে তাপমাত্রা। শনিবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। আগামী কয়েকদিনে দারজিলিং,কালিংপং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী কয়েক দিনেই মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সুত্রে খবর , আজ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভবনা রয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news