ওয়েব ডেস্ক
শ্রাবণমাস শুরু হয়ে গেলেও বৃষ্টি কারণ কিন্তু সেই নিম্নচাপ। অন্তৎ আলিপুর আবহাওয়া দফতর তাই বলছে। গতকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে আজ সকাল থেকে সামান্য রোদের দেখা মিললেও আবার আকাশে জমছে কালো মেঘ। এখন এরকমই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর।
অন্যদিকে ওডিশায় সৃষ্টি হওয়া নিম্নচাপ আপাতত সরে গেছে উত্তর মধ্যপ্রদেশে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলারগুলোতে থাকছে বিক্ষিপ্ত ভারি বৃষ্টির সম্ভাবনা।
সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকছে বৃষ্টির পূর্বাভাষ।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬(+২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.১(-০)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৯১% এবং সর্বোনিম্ন ৬২%। ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান ৪২.১ মিলিমিটার।
