ওয়েব ডেস্ক :
প্রিটোরিয়া স্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন। এদিন দুপুর ১টা নাগাদ ১২ নম্বর প্রিটোরিয়া স্ট্রিটের চারতলার একটি অফিসে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো বহুতলটিই। ঘটনাস্থেল আসে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল। এলাকায় আতঙ্ক ছড]ইয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আটকে থাকা ২৬ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আশপাশের বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন দীর্ঘক্ষণ আটকে পড়েন। কুণ্ডলী পাকানো ধোঁয়ায় বাড়ির বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। আগুন থেকে বাঁচতে কেউ কেউ বাড়ির সরু পাঁচিলের ওপর এসে আশ্রয় নেন। এদিকে বাড়িটির পাশে একটি স্কুল রয়েছে। ধোঁয়া স্কুলটিকে ঢেকে ফেলে। পরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।