আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে গরম
চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পাহাড় জুড়ে চলছে তুষারপাত। সিকিমের তুষারধসে প্রাণ হারিয়েছেন অনেকেই । আর তারই মধ্যে এবার আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ চলবে বৃষ্টি। তবে আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর । বুধবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও ধীরে ধীরে পরিষ্কার হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। মালদহ ও দুই দিনাজপুরেও আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।তবে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় থাকবে শুষ্ক আবহাওয়া। শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।বাংলা ছাড়াও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। তারপর থেকে আবহাওয়া শুষ্ক হবে। আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল সংলগ্ন এলাকায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news